বরাবর,
চয়োরম্যান সাহেব
৪নং চরওয়াপদা ইউনিয়ন
সুবর্ণচর, নোয়াখালী।
বিষয়: মালিক আনা ভুমির ফেরত পাওার প্রার্থনা।
বাদী: রেজিয়া বেগম, স্বামী: মো: শাহিন
বনাম
১/ মো; রাজিব, পিতা: হুমাইয়ন কবির
২/ মো: শাকিল, পিতা: মো; ফজলু
গ্রাম: চরওয়াপদা, সুবর্ণচর, নোয়াখালী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্মসাক্ষর কারী একজন সহজ সরল আইন মান্যকারী লোক হয়। ববিাদীগন জবরদোখল কার আইন অমান্যকারী লোক বিবাদী গন গত কিছু মাস আগে আমারে প্রতিবন্দী বই করি দিবে বলে আমার জাতীয়পরিছয় পত্র এবং ২কপি ছবি নেই। এরপর গত কিছু দিন আগে আমাকে আমার বাড়ী থেকে ২নং বিবাদী সহ মারধর করে বের করে দেই। আর বলে আমি নাকি আমার সম্পতি তাদেরকে রেজি: করি দিয়াছি। এ কথা বলে আমাকে আমার বাড়ী থেকে বেদখল করি দেয়। ফলে আমার কোন ছেলে মেয়ে নাই । আমি স্বামী পরিতক্তা এবং শারীরিক শ্রবন প্রতিবন্দী লোক। আমি এই বিষয়টি স্হানীয় গন্যমান্য এবং ইউপি সদস্য কে জানাইলে তারা বিবাদীগণ কোন প্রকার সমাধান করে না। তাই আমি আপনার আদালতে একখানা অভিযোগ দায়ের করছি।
তফসীল ভূমি
চরওয়াপদা মেৌজার ৫৯নং দাগের অন্দরে ৪০শতক ভূমির বাড়ী যাহার থেকে প্রায় ১ লক্ষটাকার গাছ বিক্রয় করে ফেলে বিবাদীগণ।
অত্রএব, প্রার্থনা দয়া প্রকাশে উপরোক্ত অবস্হাধীন বিভোচনা করে ন্যায় সুবিচার করতে আপনার একান্ত মর্জ্জি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS